মুশফিকের ডাবল সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১১:২৭:৪৮,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: তামিম ইকবালকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার খানিক পর ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ডাবল সেঞ্চুরিতে পৌঁছালেন মুশফিকুর রহিম।
৩১৫ বলে লেগেছে ডাবল সেঞ্চুরিতে যেতে। শেষ পর্যন্ত ৩১৮ বলে ২৮ চারে ২০৩ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
৬ উইকেটে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। টেস্টে তাদের এর চেয়ে বড় ইনিংস আছে কেবল দুটি। ২০১৭ সালে ওয়েলিংটনে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে করেছিল ৫৯৫ রান। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৬৩৮ এখনও সেরা।