জিম্বাবুয়ে টেস্টে ডাক পেয়েই ফের সেঞ্চুরি ইয়াসিরের!
প্রকাশিত হয়েছে : ১১:১৮:০৮,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ১০৯২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়ে একাদশেও জায়গাটা যেন পাকা করে ফেললেন ইয়াসির আলী চৌধুরী!
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান পূর্বাঞ্চলের ব্যাটার ইয়াসির। যা তাকে সুযোগ করে দেয় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ম্যাচ চলাকালে সে সুখবরটাই পান ইয়াসির।
আনন্দের উপলক্ষটাকে তিনি আবার রাঙালেন সেঞ্চুরিতেই। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। জোড়া সেঞ্চুরিতে টেস্ট অভিষেকের দাবিটা যে জোরালো করলেন ২৩ বছর বয়সী, সেটি তাই বলাই যায়।
প্রথম ইনিংসে ইয়াসির খেলেন ১৬৫ রানের ইনিংস। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে যা তার সপ্তম সেঞ্চুরি। একই সঙ্গে সর্বোচ্চ রানের ইনিংসও। আগের সর্বোচ্চ ছিল ১৩২। দেড় শ পেরোনো ইনিংসটি তিনি খেলেন ৩১৮ বলে। ১৭ চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা।
ডাবল সেঞ্চুরি করারও ভালো সম্ভাবনাই ছিল তার। কিন্তু সেটি হয়নি। তাতে যদি কোনো আক্ষেপ থেকে থাকে ইয়াসিরের মনে, সেটাতে হয়তো দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিতে কিছুটা প্রলেপ পড়বে।
দ্বিতীয় ইনিংসে ইয়াসির খেলেন ঝোড়ো ইনিংস। ফার্স্ট ক্লাস ক্রিকেটে অষ্টম সেঞ্চুরিটা পূরণ করেন ৭৮ বলে। শেষ পর্যন্ত ৮৮ বলে ১১০ রান করেন ৮ চার ও ৫ ছক্কায়।
ম্যাচটাও ইয়াসিরের দল জিতেছে ৮ উইকেটে। জোড়া সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন ইয়ারিস।