নতুনদের জন্য ‘নেতৃত্ব’ ছাড়লেন ডু প্লেসিস!
প্রকাশিত হয়েছে : ১১:০৪:১৯,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ১১০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফাফ ডু প্লেসিস।
নতুন নেতৃত্বকে স্বাগত জানাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে প্লেসিসকে বিশ্রাম দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তার ভেতরই এমন ঘোষণা দিলেন তিনি।
সদ্য সাবেক অধিনায়ক জানিয়েছেন, দলের ‘সাধারণ’ এক সদস্য হিসেবে খেলা চালিয়ে যাবেন।
প্লেসিস সাংবাদিকদের বলেন, ‘নতুন নেতৃত্ব ও একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে দলটা নতুন এক লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে, সব সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দিলে সেটি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে সবচেয়ে বেশি উপকার করবে।’
১১২টি আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া ডু প্লেসিস অবশ্য বেশ চাপেই ছিলেন। ২০১৯ বিশ্বকাপে বাজে খেলেছে তার দল, বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। এরপর ভারত সফরে ও দেশে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা।