কর ফাঁকি দিলে শান্তিতে ঘুমাতে দিবেন না দুদক চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:২৭,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর ফাঁকি দিলে তাদের শান্তিতে ঘুমাতে দিবেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলেন, যারা কর দেয় না, তারা জনগণের সম্পদ আত্মসাৎ করে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা ট্যাক্স দেয় না, তারা জনগণের সম্পদ আত্মসাৎ করে। তাদেরকে শান্তিতে ঘুমাতে দিবো না।
এক্ষেত্রে যার কাছে অবৈধ সম্পদ আছে বলে সন্দেহ হবে, প্রয়োজনে ঘরে গিয়ে তাকে তল্লাশি করতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান।