পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায়
প্রকাশিত হয়েছে : ২:১৪:২৮,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ১০৫৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ১৫ সদস্যের দল।
আপাতত টেস্ট দল এসেছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ মার্চ সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে দল দুটি।
এর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথি দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ওয়ানডে ম্যাচ তিনটি ১, ৩ ও ৬ মার্চ। ৯ ও ১১ মার্চ ঢাকার শের-ই-বাংলায় হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
টেস্ট ম্যাচটিতে নেই জিম্বাবুয়ের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক শেন উইলিয়ামসন। প্রথম সন্তানের বাবা হওয়ায় ছুটিতে তিনি। তার জায়গায় টেস্ট দলের নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন।
১৫ সদস্যের জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা