উন্নয়ন ও সফলতার পরও ভোটারদের কেন এত অনীহা: নাসিম
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:৩৯,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আমাদের এত উন্নয়ন ও সফলতার পরও ভোট দিতে ভোটারদের কেন এত অনীহা, মানুষ কেন ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছে না। এই একটাই এখন ভয় বলে জানিয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, বিএনপি-জামাতের কী শক্তি আছে আমরা তা জেনে গেছি।
রবিবার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, “আমাদের ভুল নেই তা বলবো না। সব সরকারের ভুল আছে, আমাদেরও আছে। আমি জানতে চাই কেন মানুষের ভোট দিতে এত অনীহা। কোথায় আমাদের ঘাটতি আছে সেটা দেখতে হবে। না হলে আমরা ভবিষ্যতে ভালো থাকবো না। চক্রান্তকারীরা কিন্তু বসে নেই। তারা আবার চক্রান্ত করছে। যেকোনও সময় ছোবল মারতে পারে।”
নতুন মেয়রদের উদ্দেশে নাসিম বলেন, সংবিধান অনুযায়ী আপনারা নির্বাচিত মেয়র। এখন থেকে আপনাদের কাজ শুরু করতে হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে হবে। ঢাকাকে মশা মুক্ত ও সুন্দর শহরে পরিণত করতে হবে। ঢাকা দূষিত শহর- কেন শুনবো এই কথা? দয়া করে আপনারা এখন থেকে কাজ শুরু করেন। না হলে আমাদের ওয়াদাগুলো মানুষ কিন্তু ভালোভাবে গ্রহণ করবে।
তিনি আরও বলেন, “আমরা বিএনপি-জামায়াতকে ভয় পাই না। শেখ হাসিনার বিজয়কে ধরে রাখতে অবশ্যই ভোটারকে ভোট কেন্দ্রে আনতে হবে এবং ভোটার বান্ধব হতে হবে।”
সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতার কারণে তার জামিন হচ্ছে না। এখানে সরকারের কোনও ভূমিকা নেই। তারা বারবার সরকারকে দোষারোপ করছে। আশা করবো, আইনজীবীরা তাদের লড়াই চালিয়ে যাবেন। এতে হয়তো খালেদা জিয়ার জামিন হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।