‘ভারত থেকে পেঁয়াজ আমদানির ইচ্ছা নেই’
প্রকাশিত হয়েছে : ১২:৫০:৪৫,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ২৭৬৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বর্তমানে অনেক দেশ থেকেই পেঁয়াজ আমদানির সুযোগ আছে, ভারত থেকে পেঁয়াজ আমদানির ইচ্ছা আপাতত নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী একথা বলেন।
বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজ বাংলাদেশকে কিনতে ভারতের প্রস্তাবের খবর গণমাধ্যমে প্রকাশের পর বাণিজ্যমন্ত্রী এমন বক্তব্য দিলেন।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার রকিবুল হকের সঙ্গে সোমবার (১৩ জানুয়ারী) এক বৈঠক করেন। এসময় দেশীয় চাহিদার ভিত্তিতে আমদানিকৃত পেঁয়াজ রাজ্য সরকাররা কিনতে রাজি না হওয়ায় তা পচন ধরার আগে বাংলাদেশকে কিনে নেয়ার প্রস্তাব দেন ভারতের বাণিজ্যমন্ত্রী। এ প্রস্তাব বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।