নানকের রোগমুক্তি কামনায় সিলেটে মিলাদ ও দোয়া
প্রকাশিত হয়েছে : ১২:৪২:৫৪,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪০৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সুস্থতা কামনা করে সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং যুবলীগ। মিলাদ ও দোয়া শেষে শিরনী বিতরণ করা হয়।
এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধো মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক্ষ জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার প্রমুখ।