নাটোর গুরুদাসপুর ছাত্রলীগের সকল কমিটি বিলুপ্ত
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৫৫,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৮৩৬ বার পঠিত

তিনটি আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে দেখা যায় ছাত্রলীগের গুরুদাসপুর উপজেলা শাখা, গুরুদাসপুর পৌর শাখা এবং বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ শাখা ছাত্রলীগের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পরপরই একযোগে উক্ত তিনটি শাখায় নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কিন্তু ঠিক কি কারণে এভাবে কমিটি বিলুপ্ত ঘোষণা করা এবং পুণরায় নতুন কমিটি ঘোষণা করা হলো তা জানা যায়নি। এনিয়ে সবার মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।
নাটোর জেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এবিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।