বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে রাজারহাটে প্রস্তুতিসভা
প্রকাশিত হয়েছে : ১২:১৬:৪৫,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ২২০ বার পঠিত
রাজারহাট (কুড়িগ্রাম) থেকে সংবাদদাতা:: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াসমিন বেগম, ইউপি চেয়ারম্যান মো.এনামুল হক, মোহাম্মদ আলী সদদার, আবুল কালাম আজাদ, রবীন্দ্রনাথ কর্মকার, নুরুজ্জামান হক বুলু, অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, জেলা পরিষদের সদস্য আব্দুস ছালাম, রাজারহাট প্রেসক্লাবের প্রচার সম্পাদক এ.এস. লিমনসহ উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।