আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচীতে ১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ১:১৪:১০,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৩৫ বার পঠিত
নাটোর থেকে সংবাদদাতা:: একই স্থানে ক্ষমতাসীন আওয়ামীলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন।
সোমবার (৬ জানুয়ারী) বিকেলে নাটোর বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী উচ্চ বিদ্যালয় মাঠে দু’পক্ষই কর্মসূচীর ঘোষণা দেয়। সংঘর্ষের আশঙ্কায় ইউএনও আনোয়ার পারভেজ রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সকল প্রকার সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী জানান, বিকেলে বিদ্যালয় মাঠে নব-নির্বাচিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা ডাকা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের। কিন্তু নিয়ম বর্হিভুত ভাবে দলীয় এবং আইনশৃংখলা বার্হিভুত ভাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ত্রি-বার্ষিক সম্মেলন ডাকেন।
তিনি আরও বলেন, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিক আসলে দলে অনুপ্রবেশকারী হাইব্রিড। তাই উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- সম্পাদকের কোন প্রকার অনুমতি ছাড়া সম্মেলন ডেকেছিলেন। যেটা সম্পূর্ণ দলীয় গঠণতন্ত্র ও শৃঙ্খলা পরিপস্থি।
ইউএনও আনোয়ার পারভেজ বলেন, একই মাঠে দুই পক্ষ সভা ডাকায় আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির শঙ্কায় রাত ১২ পর্যন্ত সকল সভা-সমাবেশ বন্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।