বিশ্ব বাজারে ভারতের নাম খারাপ: ফরাসি অর্থনীতিবিদ
প্রকাশিত হয়েছে : ১:৪৮:৪৯,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৮৬৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতবর্ষের অর্থনীতি একেবারে তলানিতে ঠেকেছে। অর্থনীতি মন্দার জেরে সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থায় কর্মীও ছাঁটাই করা হচ্ছে। দেশের অর্থনীতির বেহাল দশার কারনে ঝিমোচ্ছে দেশ। আর এই নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন ফরাসি অর্থনীতিবিদ গাই সোরম্যান। তিনি বলেন, মোদি সরকার বেশি জোর দিচ্ছে দেশীয় রাজনীতিতে। নাগরিকত্ব আইন বা হিন্দুত্ব রাজনীতি যাই হোক না কেন, ক্ষতি করছে দেশের অর্থনীতিকে। যা বিশ্ব বাজারে ভারতের নাম খারাপ করছে।
তিনি আরও জানান, বর্তমানে ভারতের অর্থনীতির যা অবস্থা তাতে দেশীয় কিংবা বিদেশি বিনিয়োগকারীরা এখন ভারতে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। এটা এমন একটা সময় যখন গোটা বিশ্বের অর্থনীতিতে মন্দা রয়েছে। এমন সময়ে দেশীয় অর্থনীতিতে বিশেষ জোর না দিলে ভারতের অর্থনীতিতে আরও বড় ক্ষতি হয়ে যাবে বলেন জানান ফরাসি অর্থনীতিবিদ।
উল্লেখ্য, সম্প্রতি গাই সোরম্যানের ‘ইকোনমিকস্ দাস নট লাই: অ্যা ডিফেন্স অফ দ্য ফ্রি মার্কেট ইন অ্যা টাইম অফ ক্রাইসিস’ সারা ফেলেছে গোটা বিশ্বে। সূত্র. টিডিএন