বিয়েবাড়িতে গুলি ছুড়ে সমালোচিত মেয়র সানা
প্রকাশিত হয়েছে : ৪:৪৫:২৩,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৯৫৭ বার পঠিত
কাঞ্চন কুমার ।।
বিয়েবাড়িতে লাইসেন্স করা শর্টগানের গুলি ছুড়ে ফেসবুকে সমালোচিত হচ্ছেন মেয়র সানা। বিয়েবাড়িতে সবার সামনে গুলি ছোড়ার ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন তিনি। এর পর থেকেই এলাকায় তোলপাড় শুরু হয়।
ঘটনাটি শুক্রবার রাতের। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা সেই রাতে তার বড় ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ কাণ্ড ঘটান। এতে আতঙ্কিত হয়ে পড়ে অনুষ্ঠানে উপস্থিত শিশু-নারীসহ অন্যরা।
স্থানীয়রা জানান, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারার পৌর মেয়র শামীমুল ইসলাম ছানার বড় ভাইয়ের মেয়ের বিয়ে হয় শুক্রবার। বিয়ে উপলক্ষে পরিবার আত্মীয়-স্বজনদের নিয়ে বিয়ের উৎসবে তিনি নিজের লাইসেন্স করা শর্টগানে ফাঁকা গুলি ছুড়ে উদযাপন করেন। ফেসবুকের ওই ভিডিওচিত্রে তার এ কাণ্ড নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।
এ ব্যাপারে ভেড়ামারা পৌরসভা মেয়র শামীমুল ইসলাম ছানা জানান, আমার লাইসেন্স করা শর্টগান থেকে বিয়ের অনুষ্ঠানে গুলি ফুটিয়ে কিছুটা আনন্দ করেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছিল।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা বলেন, আমি অনুমতি দেওয়া, না দেওয়ার কেউ না। মেয়র তার নিজ নামে লাইসেন্স করা শর্টগান থেকে বিয়ের অনুষ্ঠানে গুলি ছুড়েছেন। কী শর্তে তিনি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন, সেটি তারই ভালো জানার কথা।