‘বিজয়ের মাসেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে’
প্রকাশিত হয়েছে : ১০:৫৭:৩৬,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩১৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর বিএনপি।
রবিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় মিছিলটি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে অবিচার চালিয়ে অন্যায়ভাবে আটকে রেখেছে। কারান্তরীণ থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাঁর জীবন নিয়ে শঙ্কিত। কিন্তু সরকার তাঁর মুক্তি নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে।
আওয়ামী লীগ সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দাবী করলেও ক্ষমতা কুক্ষিগত রাখতে তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে সরকার বিজয়ের মাসেই বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সিলেট জেলা ও মহানগর, বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
সভায় রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক, মহানগর যুগ্ম সাধারণ এমদাদ হোসেন চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, জেলা সাবেক সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, মহানগর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু ও শ্রমিক দল নেতা আব্দুর রহমান প্রমুখ।