‘ফুটপাত মানুষ চলাচলের জন্য, ব্যবসার জন্য নয়’
প্রকাশিত হয়েছে : ১১:১৩:৫৫,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাস্তার পাশে ফুটপাত তৈরী হয়েছে মানুষ চলাচলের জন্য, ব্যবসা করার জন্য নয়। নগরীর কোথাও মানুষ চলাচলের রাস্তা বন্ধ করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলে জানালেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের শেখঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল ও ড্রেনেজ পরিষ্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মেয়র আরো বলেন, ফুটপাত দিয়ে চলাচল করা জনগণের মৌলিক অধিকার। যারা এই অধিকারের ব্যত্যয় ঘটায়, তারা সমাজের অন্তর্ভূক্ত হতে পারে না। নগরীর সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখেন।
অভিযানকালে শেখঘাট জামে মসজিদ সহ আশপাশের এলাকার দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন-খাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদ, সিসিক’র নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল হক পাটোয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।