সালমান-ক্যাটরিনা ঢাকায়, বিকেলে উদ্বোধন ‘বঙ্গবন্ধু বিপিএল’
প্রকাশিত হয়েছে : ৫:৩০:২৫,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১৪৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। তবে, মাঠে খেলা গড়ানোর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেল ৫ টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আসরের উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিরাট চমক রয়েছে। দেশি তারকাদের পাশাপাশি মঞ্চ মাতাবেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এই দুই তারকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
বিকাল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। শুরু থেকে একে একে পারফর্ম করবেন যথাক্রমে মইদুল ইসলাম খান (রকস্টার শুভ), সঙ্গীতশিল্পী রেশমি মির্জা, নগর বাউল জেমস ও কণ্ঠশিল্পী মমতাজ। দেশি শিল্পীদের পারফরম্যান্সের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএলের উদ্বোধন করবেন।
এরপর শঞ্চ মাতাবেন বলিউড তারকারা। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি, নিউজ টোয়েন্টিফোর, গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের বিপিএল বিশেষভাবে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগের ছয়টি আসর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হলেও এবার সব দলের মালিক বিসিবি। বিসিবিই সার্বিক দিক তত্ত্বাবধান করছে।
এক নজরে দেখে নেয়া যাক বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের সূচি
বিকাল ৫টা ২৫- মইদুল ইসলাম খানের (রকস্টার শুভ) একক পারফরম্যান্স
বিকাল ৫টা ৩৫- সঙ্গীত শিল্পী রেশমি মির্জার একক পারফরম্যান্স
সন্ধ্যা ৬.০০- জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল খ্যাত জেমসের পারফরম্যান্স
সন্ধ্যা ৬টা ৪০- জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগমের একক পারফরম্যান্স
সন্ধ্যা ৭টা ২০- মাননীয় প্রধানমন্ত্রীর আগমন এবং আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা
সন্ধ্যা ৭টা ৩০- জমকালো আতশবাজি
সন্ধ্যা ৭টা ৪৫- ভারতীয় সংগীতশিল্পী সনু নিগামের একক পারফরম্যান্স
রাত ৮টা ৩৫- লেজার বিম শো
রাত ৮টা ৫৫- ভারতীয় সংগীতশিল্পী কৈলাশ খেড়ের একক পারফরম্যান্স
রাত ৯টা ৩৫- বলিউড তারকা ক্যাটরিনা কাইফের একক পারফরম্যান্স
রাত ১০টা- বলিউড তারকা সালমান খানের একক পারফরম্যান্স
রাত ১০টা ২০- সালমান ও ক্যাটরিনার দ্বৈত পারফরম্যান্স।