টঙ্গীর পোষাক কারখানার আগুন নিয়ন্ত্রণহীন!
প্রকাশিত হয়েছে : ১:৫৩:৪৯,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকার টঙ্গীতে এনন টেক্স গ্রুপের স্পিনিং মিলের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত সাড়ে ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা বাইরে থেকে ভেতরে পানি দিচ্ছেন। তবে আগুনের তীব্রতা কমে এসেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, টঙ্গীর বাদাম এলাকায় এনন টেক্স গ্রুপের স্পিনিং মিলটিতে বিকেল পৌনে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়েই টঙ্গী, উত্তরা, সাভার ও কুর্মিটোলাসহ আশপাশের ১১টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।