আশুলিয়া ও টঙ্গীতে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড!
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:৫৫,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৬২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকার আশুলিয়া ও গাজীপুরের টঙ্গির পোষাক কারখানায় এবং কিশোরগঞ্জে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি পোশাক কারখানায় বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া ডিইপিজিডের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছুই জানাতে পারেননি তিনি।
এদিকে, টঙ্গীর মুদাফা এলাকার একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে টঙ্গী বাদাম এলাকায় অবস্থিত অ্যানন টেক্স পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রোমেল। তিনি সংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
অপরদিকে, কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার চৌরাস্তার মোড় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দমকল বাহিনী ও আশপাশের লোকজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এনে গোটা মার্কেটটি রক্ষা সম্ভব হলেও মার্কেটে ঐতিহ্যবাহী চশমার দোকান ঢাকা অপটিক্যালের মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া ফুলের দোকান মালঞ্চসহ অন্য দু’টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
এ অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী, থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন এসে রাস্তা বন্ধ করে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়।