সন্ত্রাসী হামলায় বন কর্মকর্তাসহ আহত ১২
প্রকাশিত হয়েছে : ২:০৩:০৭,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৯৫৬ বার পঠিত
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে বন কর্মকর্তাসহ ১২ জনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার বিকাল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ৮ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন বন বিভাগের নিঝুম দ্বীপ রেঞ্জের বিট কর্মকর্তা নূরে আলম হাফিজ, জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী, বিট কর্মকর্তা ওমর ফারুক, নিঝুম দ্বীপের ফরেস্টার নূর উল্যা চৌধুরী, আবু মুসা খান, আশরাফুল মমিন ফারুক, আলমগীর হোসেন, মোশারফ হোসেনসহ ১২ জন।
নিঝুম দ্বীপের বন বিভাগের বিট কর্মকর্তা নূর আলম হাফিজ জানান, নিঝুম দ্বীপের বউ বাজারে বন বিভাগের একদল কর্মকর্তা-কর্মচারী টহলে যায়। সেখানে স্থানীয় ইউসুফ গাছ কেটে নিয়ে যাওয়ার সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয় বন বিভাগের অফিসে। এসময় ২০/৩০ জন সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে ইউসুফ ছাড়িয়ে নিয়ে যায়।
ওই সময় সন্ত্রাসীদের হামলায় বন বিভাগের নিঝুম দ্বীপ রেঞ্জের বিট কর্মকর্তা নূরে আলম হাফিজ, জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী, বিট কর্মকর্তা ওমর ফারুক, নিঝুম দ্বীপের ফরেস্টার নূর উল্যা চৌধুরী, আবু মুসা খান, আশরাফুল মমিন ফারুক, আলমগীর হোসেন, মোশারফ হোসেনসহ বন বিভাগের ১২ জন কর্মকর্তা কর্মচারী আহত হন।
নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।