সিলেটের গৃহিনীরা পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলনে!
প্রকাশিত হয়েছে : ২:৩২:০৭,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৬৫৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ায় অস্থিরতা সবখানে। কোনভাবেই পেঁয়াজের লাগাম টেনে ধরতে পারছে না সরকার। এমনকি বিভিন্ন দেশ থেকে দেশের বাজারে পেঁয়াজ আসলেও দাম কমছে না। পেঁয়াজের এমন পরিস্থিতিতে এবার আন্দোলনে নেমেছেন সিলেটের গৃহিনীরা।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন এলাকার গৃহিনীরা।
মানববন্ধনে গৃহিনীদের হাতে পেঁয়াজ না খাওয়ার ঘোষণা সম্বলিত পোস্টার শোভা পাচ্ছিল। এতে বেশ কয়েকজন গৃহিনী অংশ নেন।
এসময় তাদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল ‘১০ দিন পেঁয়াজ খাবো না, পেঁয়াজ কিনবো না’ ‘পেঁয়াজ ছাড়া রান্না হয়’ ‘পেঁয়াজ ছাড়া রান্না করুন’ প্রভৃতি।
চৌহাট্টা এলাকা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে গৃহিণীদের এ মানববন্ধন ব্যাপক সাড়া ফেলে।