ঢাকায় খেলতে আসছে ম্যানচেস্টার!
প্রকাশিত হয়েছে : ২:০৪:১৩,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ১২৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নতুন বছরের জুন মাসে ঢাকায় আসতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের মত ক্লাব। আর তার আগে সম্ভব্যতা যাচাই করতে ৪ সদস্যের পরিদর্শক দল মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকায় আসছে। বাংলাদেশ সফরকালে এই পরিদর্শক দল ম্যাচ ভেন্যুসহ খেলোয়াড়দের আবাসন ও নিরাপত্তা ব্যবস্থাসহ খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
রবিবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ব ফুটবলের পাওয়ার হাউজ খ্যাত কয়েকটি জাতীয় বা ক্লাব দলকে ঢাকা আনার পরিকল্পনার কথা আগেই জানিয়ে ছিল বাফুফে। তারই অংশ হিসেবে ২৬ নভেম্বর ঢাকা আসছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪ সদস্যের একটি পরিদর্শক দল।
বাংলাদেশ সফরকালে এই পরিদর্শক দল ম্যাচ ভেন্যুসহ খেলোয়াড়দের আবাসন ও নিরাপত্তা ব্যবস্থাসহ খুটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
তবে ইংলিশ প্রিমিয়াম লিগের এই ঐতিহ্যবাহী দল টির প্রতিপক্ষ কে হবেন তা নিশ্চিত না হলেও জানা গেছে ইউরোপের কয়েকটি দল এ তালিকায় আছে।