বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট চলাকালে ৩ জুয়াড়ী আটক!
প্রকাশিত হয়েছে : ১:১৯:০৪,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ১১৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক ইডেন টেস্ট চলাকালীন মাঠ থেকে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মাঠের গ্যালারিতে বসে তারা বাজি ধরছিলেন বলে জানায় পুলিশ। আটককৃতদের দেয়া তথ্যে আরও দুইজনকে আটক করা হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (২৩ নভেম্বর) বিকালে ইডেন গার্ডেন্সে নজরদারি শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ দল। অনেকক্ষণ নজরদারির পর গ্যালারির জি-১ ব্লক থেকে তিন জুয়াড়ির সন্ধান পায় পুলিশ। মাঠে বসে খেলা দেখতে দেখতে মোবাইল অ্যাপের মাধ্যমে তারা বাজি ধরছিলেন।
প্রাথমিক প্রমাণের ভিত্তিতে শম্ভু দয়াল (৪০), মুকেশ গরে (৪৬) এবং চেতন শর্মাকে (৩১) গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে সদর স্ট্রিটের একটি হোটেল থেকে অভিষেক শুক্লা (৩৫) এবং আয়ুব আলি (৪৪) নামে আরও দুইজনকে আটক করে পুলিশ।
তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন, ৪টি গ্যাজেট ও একটি ল্যাপটপ এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।