ভূমিকম্পে কাঁপলো দেশ
প্রকাশিত হয়েছে : ১২:৩১:৪৫,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১৭৫৬ বার পঠিত
রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ৩টা ০৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
আর্থকোয়েকট্র্যাক ডট কম জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা থেকে ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ৩৬ কিলোমিটার। তবে তাৎক্ষণিকভাবে কোনে ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পের ফলে মৃদু ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানান নগরবাসী।