ওসমানী হাসপাতালের পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশীট!
প্রকাশিত হয়েছে : ১১:১৩:৫৩,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৬৪১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে ভুয়া বিলের মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক।
মঙ্গলবার (১২ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুল আলম সিলেটের সংশ্লিষ্ট আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।
চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫-১৬ অর্থবছরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কথিত এমএসআর সামগ্রী সরবরাহের নামে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারপূর্বক ২৪টি ভুয়া বিলের মাধ্যমে সরকারি এক কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা উত্তোলন ও আত্মসাৎ করেছেন।
আসামিরা হলেন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. আব্দুস ছালাম, সাবেক হিসাবরক্ষক আব্দুল কুদ্দুছ আটিয়া, মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের প্রোপাইটর জাকির হোসেন ও আব্দুল কুদ্দুস আটিয়ার ছেলে আরিফ আহমেদ।