আবরার হত্যার নিন্দা জানিয়ে ছাত্রলীগের লিফলেট বিতরণ!
প্রকাশিত হয়েছে : ১০:৪০:৫৯,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪০ বার পঠিত
জাককানইবি প্রতিনিধি: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
‘মেধাবী আবরার ফাহাদ, তোমার হত্যার বিচার হবেই’ শিরোনামে বিতরণ করা এই লিফলেটটিতে আবরার হত্যাকারীদের বিচারের পক্ষে শুরু থেকেই ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শক্ত অবস্থান রয়েছে বলে উল্লেখ করা হয়। এই হত্যাকাণ্ডকে বর্বরোচিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলা হয়, নৃশংসভাবে আবরার হত্যাকাণ্ড সমগ্র জাতির মত ছাত্রলীগকেও ব্যথিত এবং মর্মাহত করেছে। বাংলাদেশ ছাত্রলীগ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উক্ত লিফলেটটিতে। বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে আবরার হত্যার দৃষ্টান্তমূলক বিচার হলে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস, ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি বন্ধ হবে।
ইতোমধ্যেই বাংলাদেশ ছাত্রলীগ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি সকল রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে বিচারের দাবি জানিয়ে আনুষ্ঠানিক শোক ও নিন্দা জ্ঞাপন করেছে। একইসাথে সাংগঠনিকভাবেও সংশ্লিষ্টদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীন এই ছাত্র সংগঠনটি তাদের পরিচয় ব্যবহার করে কখনো কোনো ব্যাক্তির অন্যায় ও অপরাধকে প্রশ্রয় দেয়নি বলে জানানো হয়। উল্লেখ করা হয় আবরার হত্যার পরপরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছাত্রলীগের গৃহীত পদক্ষেপ সেই নীতিরই পরিচয় বহন করে।
মাননীয় প্রধানমন্ত্রীকে ন্যায় ও সত্যের মূর্ত প্রতীক দাবি করে উল্লেখ করা হয় যে তার নেতৃত্বেই বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। সুতরাং আবরার হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত হবে। আরো উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ছাত্রলীগ এই হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সব ধরণের সহযোগীতা প্রদানে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
বিতরণ করা লিফলেটটিতে বলা হয়েছে যে, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবী প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে। ছাত্রসমাজের অধিকার রক্ষায় নিরবিচ্ছিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আবরার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্রসমাজের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমোদনযুক্ত এই লিফলেটে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষাঙ্গনে যে কোন ধরণের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে দেশের ছাত্রসমাজের প্রতি আহ্বান জানাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ।
বিচারের দাবিতে চলমান ছাত্রসমাজের এই আন্দোলনকে কোনো অশুভ শক্তি যাতে ভিন্নরূপে প্রবাহিত করতে না পারে এ বিষয়ে সকলকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সবশেষে আবরারের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
লিফলেট বিতরণের সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।
এসময় সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, “সন্ত্রাসীদের কোনো দল নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সময়ে কোনো অপরাধীই রক্ষা পায়নি। দেশে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল তা এখন একদম নেই। সুতরাং আমি সবাইকে আহ্বান জানাবো বরাবরের মতই শেখ হাসিনার ওপর বিশ্বাস রাখতে। মেধাবী আবরার হত্যার বিচার হবেই।”