গোলাপগঞ্জ পৌর আ’লীগ সভাপতি মেয়র রাবেল
প্রকাশিত হয়েছে : ২:৪৬:২৯,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৭৭৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
মঙ্গলবার (৫ নভেম্বর) পৌর আওয়ামীলীগের অনুষ্ঠিত সম্মেলনে মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সভাপতি হিসেবে ঘোষণা দেন সম্মেলনের প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক। সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে এখনও জটিলতা রয়েছে। এ পদে রয়েছেন আলোচিত কয়েকজন নেতা। এরমধ্যে পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, যুবলীগ নেতা রুহেল আহমদ, কাউন্সিলর এম ফজলুল আলম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন।