সিলেট যুবদলের মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ২:০৩:৪২,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) কার্যক্রম শুরুর আগে তারা হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মুক্তি, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশে প্রত্যাবর্তন কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দলের নির্যাতিত ও গুম নেতাকর্মীদের সন্ধান কামনায় এবং দেশে গণতন্ত্র কায়েমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নেতাকর্মী ও দেশের আপামর জনগণকে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেশ গড়ার দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম.এ.হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবুল কাহির চৌধুরী শামীম,জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আতিকুর রহমান সাবু, মহানগর যুবদলের আহবায়ক নজীবুর রহমান নজীব, সাহাব উদ্দীন, মিলাদ আহমদ, কামরুল হাসান শাহীন,হুমায়ুন আহমদ মাসুক, তারেক কালাম,সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল আহাদ খান জামাল , আরিফ ইকবাল নেহাল, আবুল কাসেম,শামীম আহমদ, জয়নাল আহমদ রানু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক ও জেলা সদস্য সচিব মকসুদ আহমদ প্রমুখ।