তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছেন সংগঠক মাহবুবুর রহমান বাবু
প্রকাশিত হয়েছে : ৩:৪৭:৩৬,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১০৬৩ বার পঠিত
মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কৃতি সন্তান সংগঠক ও লেখক মাহবুবুর রহমান বাবু তরুণদের উন্নয়নে নানান কাজ সাধিত করে যাচ্ছেন। তিনি সোহরাব আলী দেওয়ান কালচারাল সোসাইটি এসএডিসিএস এর চেয়ারম্যান।
তার বাবার নামে করা এই সংগঠনেরর পক্ষ থেকে তিনি নিজ জেলা সহ বিভিন্ন জায়গায় ভূমিকা রেখে যাচ্ছেন।রাঢ়ীখাল মাইজপাড়ায় তিনি প্রতিষ্ঠা করেছেন সোহরাব আলী স্মৃতি পাঠাগার। এখানে সহস্রাধিক বই রয়েছে। প্রতিদিন অনেক পাঠক বই পাঠে উদ্ধুদ্ধ হচ্ছেন। বিনামূল্যে দু:স্থ মহিলাদের জন্য হাতের কাজ সহ নানান প্রশিক্ষণ আয়োজন করেছেন এসএডিসিএস এর মাধ্যমে। বর্তমানে এই উপজেলায় প্রথম ফ্রি সাইবার ক্যাফে এর উদ্ধোধন করতে যাচ্ছে সংগঠনটি।
মাহবুবুর রহমান বাবু ইতিমধ্যে চেতনায় একাত্তর কর্তৃক গুনীজন সম্মাননা, আলোর প্রতিমা গুনীজন সম্মানা ও মুন্সীগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সফল সংগঠকের পুরুষ্কার অর্জন করেছেন। লিখেছেন বেশ কিছু বই তার মধ্যে ফাসির মঞ্চে দাঁড়িয়ে সাদ্দাম, যাহা বলিব সত্য বলিব,বীর প্রতিক ওডারল্যান্ড অন্যতম। তিনি সফলতায় অনেক দূরে এগিয়ে বলে প্রত্যাশা জানিয়েছেন তার শুভাকাংঙ্খীবৃন্দ।