বক্তৃতায় ‘হাসিনা’র স্থলে ‘খালেদা’ বলায় মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত!
প্রকাশিত হয়েছে : ৯:২২:৫৯,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের স্থলে খালেদা জিয়ার নাম বলায় শ্যামনগরে গুমানতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মালানা আব্দুল মহিদকে বরখাস্ত করেছে মাদ্রাসা প্রশাসন।
রবিবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশের ন্যয় ডিজিটাল পদ্ধতিতে গুমানতলী ফাজিল মাদ্রাসার বহুমুখী আশ্রয় কেন্দ্র উদ্বোধনকালে এ ঘটনা ঘটে।
উদ্বোধনী সভায় বক্তৃতাকালে অধ্যক্ষ আঃ মহিদ বলেন, ‘বর্তমান প্রধান মন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে এবং খালেদা জিয়ার মহতী উদ্যোগের কারণে আমরা একটি বহুতল ভবন পেয়েছি’।
এ কথা বলার সাথে সাথে উপস্থিত জনতা অধ্যক্ষ আঃ মহিদের উপর ক্ষেপে যান।
এ সময় অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক বিতর্কিত অধ্যক্ষকে সভাস্থল থেকেই সাময়িক বরখাস্ত করেন এবং তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন।
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
তবে, অধ্যক্ষ আব্দুল মহিদ বলেন, বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করতে গিয়ে হঠাৎ ভূলে খালেদা জিয়ার নাম চলে আসে, সাথে সাথে আমি তা পরিবর্তন করে মাননীয় প্রধানমন্ত্রীর নাম নেই।