স্ট্যাম্প দিয়ে ছাত্র পেঠানো সেই ছাত্রলীগ কর্মী বহিস্কার
প্রকাশিত হয়েছে : ৪:০৪:২৬,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এক ছাত্রকে স্ট্যাম্প দিয়ে পেটায় রাব্বি আহম্মেদ নামে এক ছাত্রলীগ কর্মী। এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে তিন দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজয় একাত্তর হল প্রশাসন বহিষ্কার এ কথা জানান। সাময়িক বহিষ্কৃত ছাত্রের নাম রাব্বি আহম্মেদ। তিনি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের ২য় বর্ষের ছাত্র।
এর আগে শুক্রবার ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় হলের অতিথি কক্ষে প্রথম বর্ষের এক ছাত্রকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পেটান ছাত্রলীগ কর্মী রাব্বি আহম্মেদ। পরে বিষয়টি হল প্রশাসনের নজরে এলে অতিথি কক্ষের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা পায় প্রশাসন। এরপরেই রাব্বিকে সাময়িক বহিষ্কার করে হল প্রশাসন।
এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘কোন ধরনের অছাত্রসুলভ কর্মকাণ্ড বিজয় একাত্তর হলে গ্রহণযোগ্য নয় এবং এই ছেলেকে সাময়িক বহিষ্কারের মাধ্যমে আরো কেউ যদি এ ধরনের অপকর্মের চিন্তা করে থাকে- তারাও যেন সতর্ক হয় সেজন্য এ ব্যবস্থা।