ঢাবিতে ধর্মভিত্তিক নয় উগ্রপন্থী রাজনীতি নিষিদ্ধ: ভিপি নুর
প্রকাশিত হয়েছে : ৩:২৫:৫২,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭৪১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ নয়। তবে ধর্মকে পুঁজি করে যারা উগ্রপন্থী ও সাম্প্রদায়িক রাজনীতি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ক্যাম্পাসে তাদের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, ঢাবিতে সকল ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বিষয়টি এমন নয়। জাতীয় পর্যায়ে দেশের আইন-কানুন, সংবিধানের নিয়ম-নীতি মেনে যে সকল ধর্মীয় রাজনীতি বিরাজমান রয়েছে। তাদের রাজনীতি নিষিদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে ধর্মকে পুঁজি করে যারা উগ্রপন্থী ও সাম্প্রদায়িক রাজনীতি করে বিশৃঙ্খলা করতে চায় ঢাবি ক্যাম্পাসে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ধর্মের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সভা সূত্রে জানা গেছে, ডাকসুর নির্বাহী সভার এজেন্ডায় বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, গণপরিবহন, কেন্দ্রীয় গ্রন্থাগার সমস্যার নিরসন, সান্ধ্যকালীন কোর্স ও ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।