খালেদা জিয়াকে বন্দি রাখা মানেই গণতন্ত্রকে বন্দি রাখা: মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ১:২৫:১৪,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবকদল।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল এ মানববন্ধনের আয়োজন করে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিচারের নামে প্রসহসনের মাধ্যমে তাকে বন্দি করে রাখার মাধ্যমে গণতন্ত্রকেই বন্দি করে রাখা হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক।
বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, জাকির হোসেন, কামাল হাসান জুয়েল, আহমেদ আহসান মাহবুব, দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, হোসাইন আহমদ, আশরাফ উদ্দিন রাজিব, আজিজ খান সজিব, আব্দুল্লাহ আল মামুন, ছদরুল ইসলাম লোকমান, তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, এম. সুয়েব আহমদ, সৈয়দ মিনহাজ, আশিকুর রহমান আশিক, সাইফুল ইসলাম উজ্জ্বল।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, আজম খান, খন্দকার মনিরুজ্জামান মনির, সৈয়দ শাহীদ হোসেন সাবু, রিপন আহমদ, আব্দুল হান্নান, শাওন আহমদ ইমরান, মনাফ আহমদ, জীবন আহমদ, সেবুল আহমদ, ফাহিম রহমান মৌসুম, সালেক আহমদ, সাইফুল ইসলাম কোরেশী, রাসেল আহমদ খান, মুহিবুর রহমান লিটন, আরিফুল ইসলাম উজ্জ্বল, আলী আকবর রাজন, ফারুক খান, বাইন উদ্দিন, জাহাঙ্গীর, জামাল আহমদ, মোশাহিদ আহমদ, দেলোয়ার হোসেন, রিপন আহমদ, শাহীন আহমদ, বাবুল আহমদ, হুমায়ুন, আরমান, আবুল বাশার, লাকি আহমদ, সুমন আহমদ, জুনায়েদ আহমদ, জয়, আব্দুল কাদের, লায়েক আহমদ, লুৎফুর রহমান, শামু আহমদ প্রমুখ।