গোয়াইনঘাটকে হারিয়ে চ্যাম্পিয়ন গোলাপগঞ্জ
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৩৮,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গোলাপগঞ্জ উপজেলা। গোয়াইনঘাট উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে সেমিফাইনালে বালাগঞ্জ উপজেলাকে ৫-১ গোলে হারিয়ে গোলাপগঞ্জ উপজেলা ফাইনালে খেলার গৌরব অর্জন করে। অপর সেমিফাইনালে শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে গোয়াইনঘাট বনাম ওসমানীনগর উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে খেলা শেষ করে। পরে টাইব্রেকারে গোয়াইনঘাট টিমকে হারিয়ে ওসমানীনগর বিজয়ী হয়। কিন্ত মাঠেই গোয়াইনঘাট উপজেলা টিমের টিম ম্যানাজার কামরুল হাসান সহ সংশ্লিষ্টরা কমিটি বরাবরে ওসমানীনগর উপজেলার খেলোয়াড়দের সাথে নামের অমিল সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ দায়ের করেন।
রাতে জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও জেলা ক্রীড়া কর্মর্কতার সমন্বয়ে তিন সদস্যের একটি র্বোডের মাধ্যমে অভিযোগ যাচাই বাছাই করা হয়। এতে ওসমানীনগর উপজেলার বিরোদ্ধে গোয়াইনঘাট উপজেলার আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় ওসমানীনগর উপজেলা দলকে টুর্নামেন্ট থেকে বহিস্কার করা হয় এবং গোয়াইনঘাট উপজেলা অনূর্ধ্ব ১৭ টিমকে বিজয়ী ঘোষনা করা হয়। এতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব -১৭ এর ফাইনালে মুখোমুখি হয় গোয়াইনঘাট উপজেলা টিম বনাম গোলাপগঞ্জ উপজেলা টিম।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম জাানান অভিযোগ প্রমানিত হওয়ায় ওসমানীনগর উপজেলাকে বহিস্কার করা হয়েছে এবং গোয়াইনঘাট উপজেলাকে বিজয়ী ঘোষনা করা হয়।
জানা যায়, অনূর্ধ্ব-১৭ টুর্ণামেন্টে শুরুতে উপজেলা পর্যায়ে হয়েছে। স্থানীয় ভাবে সবগুলো ইউনিয়ন দল নিয়ে খেলা হয়েছে। সবক’টি ইউনিয়ন দল থেকে বাছাই করে গঠন করা হয়েছে উপজেলা দলগুলো। উপজেলা পর্যায়ের এসব খেলা থেকে বাছাই করে গঠন করা হবে জেলা দল।
এদিকে জেলা পর্যায়ে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে সাবেক শিক্ষামন্ত্রী সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেন, সকল ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে । তিনি উপজেলার সকল খেলোয়াড়বৃন্দ, সংশ্লিষ্টসহ এবং গোলাপগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।