বিএনপি বা আ’লীগে যোগ দিতে পারেন ভিপি নুর!
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:৩১,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৪২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ভবিষ্যতে দেশের জাতীয় রাজনীতিতে যোগ দেবেন বলে জানিয়েছেন। এ ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি দেখে তিনি নিজেই কোনো রাজনৈতিক দল গঠন করতে পারেন। তবে দেশে যেহেতু প্রধান বড় দুইটি রাজনৈতিক দল- আওয়ামী লীগ ও বিএনপি ঘুরেফিরে সরকারে আসছে, তাই নিজে দল গঠন না করলে এই দুই দলের যে কোনো একটিতে তিনি যোগ দিতে পারেন। অবশ্য কোনো দলে যোগ দেওয়ার ক্ষেত্রে ভিপি নুরের একটি শর্তও আছে, যদি এই দুই রাজনৈতিক দলের কার্যক্রম পরবির্তন আসে, তাহলে তিনি যোগ দেবেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের সঙ্গে ফেসবুক লাইভে অংশ নিয়ে এই পরিকল্পনার কথা জানিয়েছেন নুর। ওই লাইভের কমেন্টে তাকে বেশকিছু প্রশ্ন করেন দর্শকরা। তার উত্তরেও দেন তিনি।
ফেসবুক লাইভে ভবিষ্যতে জাতীয় রাজনৈতিক দল গঠন করবেন কি না, একজনের এই প্রশ্নের জবাবে ভিপি নুর বলেন, ‘রাজনৈতিক দল গঠন করার সক্ষমতা এখনো তৈরি হয়নি, পরিবেশ পরিস্থিতি বলে দেবে। তবে জাতীয় রাজনীতির সঙ্গে অবশ্যই যুক্ত হব, সেটুকু বলতে পারি।’
এরপর আরেক প্রশ্নের জবাবে ডাকসুর ভিপি বলেন, ‘বিদ্যমান রাজনীতিতে যে দুটো দল আওয়ামী লীগ, বিএনপি তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। দুটি বড় দল তো তারাই, তাদের (আওয়ামী লীগ, বিএনপি) প্রতি আমার এ মুহূর্তে রাজনীতি করার আগ্রহ নেই। তবে পরিবেশ পরিস্থিতিতে যদি দেখি তাদের কার্যক্রম পরবির্তত হচ্ছে, তাহলে হয়তো তাদের কোনো দলে যেতেও পারি।’
ডাকসুর জিএস গোলাম রাব্বানী প্রসঙ্গে এক প্রশ্নে নুরুল হক নুর বলেন, ‘পরিবেশ পরিস্থিতি…আশা করি, আমি শুনেছি যে তিনি পদত্যাগ করবেন। আর যদি পদত্যাগ না করেন, তবে ব্যবস্থা নেয়ার জন্য প্রয়োজনে আদালত পর্যন্ত যাব। তবে আমার মনে হয় সেটা করতে হবে না। কারণ, ডাকসুর এক্সিকিউিটভ মিটিং করে সিদ্ধান্ত নেয়া যেতে পারে। উপাচার্যের একক ক্ষমতা দেয়া আছে, তিনি চাইলে এমন অভিযোগে বা যে কেউ দায়িত্ব পালনে অক্ষম হলে ব্যবস্থা নিতে পারবেন। উপাচার্য নৈতিক জায়গা থেকে পিছুপা হবেন না বলে আমি মনে করি।’ সূত্র : ডয়চে ভেলে