সিলেটে সমাবেশ সফল করতে মহানগর বিএনপির ৯ উপকমিটি
প্রকাশিত হয়েছে : ২:৪৭:০৯,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আগামী ২৪ সেপ্টেম্বর বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে মহানগর বিএনপি ৯টি উপকমিটি গঠন করেছে। মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হয়। সমাবেশ সফল করতে এসব উপকমিটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় এসব উপকমিটি গঠন করা হয়।
মহানগর সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড ও অঙ্গসহযোগি সংগঠনের সকল বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় ২৪ সেপ্টেম্বর সিলেট রেজিস্ট্রি মাঠে বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে বিস্তারিত পদেক্ষপ গ্রহণ করা হয়। সভায় স্ব স্ব উদ্যোগে মহাসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ওয়ার্ড নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, এডভোকেট হাবীবুর রহমান, হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুস সাত্তার, সৈয়দ মিসবাহ উদ্দিন, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আব্দুল আলীম দিপক, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ফাত্তাহ বকশী, বাবু নিহার রঞ্জন দে, আমির হোসেন, উপদেষ্টা সৈয়দ বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আলী হোসেন বাচ্চু, মাহবুব কাদির শাহী, এডভোকেট আতিকুর রহমান সাবু ও হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী, মুকুল মোর্শেদ ও মাহবুব চৌধুরী, দফর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, কৃষি সম্পাদক আব্দুল মান্নান পুতুল, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা ইয়াসমিন, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাসুম, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, কর্মসংস্থান সম্পাদক নুরুল আলম, শিশু বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, বিএনপি নেতা আমিনুর রশী খোকন, শফিকুর রহমান টুটুল, ডাঃ আব্দুল হক, কয়েস আহমদ সাগর, মুফতি রায়হান উদ্দিন মুন্না, মোতাহির আলী মাখন, এম. মখলিছ খান, নজির হোসেন, নুরুল ইসলাম লিমন, উজ্জল রঞ্জন চন্দ, দিলোয়ার হোসেন রানা, কাজী নঈমুল ইসলাম, আব্দুস সোবহান, সাব্বির আহমদ, মঈনুল হক স্বাধীন, রফিকুল ইসলাম, জাবেদুল ইসলাম দিদার, সৈয়দ ফয়েজ আহমদ শিপলু প্রমুখ।