সেচ্ছাসেবক লীগের সভায় পিযুষ-জাকিরের মুক্তি দাবি!
প্রকাশিত হয়েছে : ৪:৪৮:১৭,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগের জনসভা থেকে পিযুষ কান্তি দে ও জাকিরুল আলম জাকিরের মুক্তির দাবি জানানো হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিকাবীবাজারে ‘জনজীবনকে বিপর্যস্ত অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীদের মিথ্যাচার অপপ্রচার গুজব বিভ্রান্তি আতংকের বিরুদ্ধে গনসচেতনতা’ সৃষ্টির লক্ষে এ জনসভায় বক্তৃতা প্রদানকালে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ এ দাবি জানান। তিনি বলেন, একটি ঘরের মধ্যে সবাই যেমন সমান হয় না, ঠিক তেমনি ভাবে একটি দলের মধ্যেও সবাই সমান হতে পারে না। সিলেট শহীদ মিনারে যখন আঘাত এসেছিল তখন পিযুষ সাহসী ভুমিকা পালন করেছিলেন। আমরা এ সভা থেকে তাদের মুক্তি দাবি করছি।
সিলেট মহানগর সেচ্চাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছের সঞ্চালনায় মঞ্চে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র গুহ ও প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।
উল্লেখ্য, বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দেসহ তার ৩ সহযোগিকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন অস্ত্র ও মাদক মামলায় তাকে জেলে পাঠানো হয়।
পিযুষের বিরুদ্ধে সন্ত্রাসী কমকাণ্ড, অস্ত্রবাজি, চাঁদাবাজি, নিজস্ব আস্তানা খুলে অনুসারীদের নিয়ে মানুষদের হয়রানির ব্যাপক অভিযোগ রয়েছে।
এর আগে গত ২১ আগস্ট যুবলীগ নেতা জাকিরুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকান্ড, হুমকি প্রদানের একাধিক অভিযোগ রয়েছে।