মাজার জিয়ারতে সিলেট আসছেন এরশাদ পুত্র সাদ
প্রকাশিত হয়েছে : ৮:১৯:৫৫,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৬৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে সিলেটে আসছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র সাদ এরশাদ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন তিনি। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির দলীয় নেতাকর্মীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সাদ এরশাদের সাথে তার সহধর্মিনী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টির সংসদ সদস্যবৃন্দ থাকবেন। রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
সাদ এরশাদ রংপুরে পিতার আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন।