রংপুরে এরশাদের পরিবারেই থাকলো ‘লাঙ্গল’!
প্রকাশিত হয়েছে : ১২:২৭:৩৭,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে ‘লাঙ্গল’ প্রতিক নিয়ে লড়বেন তাঁর পুত্র সাদ এরশাদ।
রবিবার (৮ সেপ্টেম্বর) মনোনয়ন চূড়ান্তের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচনে নৌকা প্রতিক নিয়ে লড়বেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন ২০ দলীয় জোটের শরিক পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমান।
রংপুর-৩ আসনটি টানা ৩০ বছর ছিলো জাপার হাতে। দলের চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর প্রশ্ন দেখা দেয় এখন কার হাতে যাচ্ছে টানা ৩০ বছর দখলে থাকা আসনটি। এ আসনে এবার উপ-নির্বাচনে জাতীয় পার্টি থেকে কে প্রার্থীতার মনোনয়ন পাবেন, জাতীয় পার্টির দূর্গ খ্যাত এ আসনে দলীয় প্রতিক লাঙ্গলের হাল এবার ধরবেন কে? এমন প্রশ্ন নিয়ে সবাই ছিলেন কৌতুহল। এনিয়ে দলের শীর্ষ পর্যায়ে ভাঙনের সুর ছিলো। অবশেষে ভাঙন টেকাতেই এরশাদের পারিবারেই রয়ে গেলো লাঙ্গল। তবে স্থানীয় কোন্দলে শেষ পর্যন্ত আসনটি ধরে রাখতে পারবে কি তা নিয়েও শঙ্কায় তৃণমূল। কারণ, রওশন এরশাদ তার পুত্র সাদ এরশাদকে এই আসন থেকে এমপি হিসেবে দেখতে চাইলেও দলের অনেক সিনিয়র নেতা ও স্থানীয় জাপার নেতাকর্মীরা তা মানতে নারাজ। তারা চাচ্ছিলেন রংপুরের তৃণমূলকে প্রাধান্য দিয়ে প্রার্থী নির্বাচিত হোক। এতে দল আরও বেশি শক্তিশালী হবে। সেই সঙ্গে দলে নিজেদের অবস্থান আরও বেগবান হবে বলে মনে করেন স্থানীয় নেতারা।
পরিবারের বাইরে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে আল্টিমেটামও দেয়া হয়েছিলো। এমনকি সাদ এরশাদ মনোনয়ন ফরম কিনার আগেরদিন রংপুরে তার কুশপুত্তলিকা দাহ করে দলীয় বিদ্রোহীরা।