বালিশ-পর্দাকাণ্ড ‘হাওয়া ভবন’র মতো লুটপাট নয়!
প্রকাশিত হয়েছে : ২:৩৫:৪০,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৪৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বালিশ-পর্দাকাণ্ডের সঙ্গে বিএনপি আমলের হাওয়া ভবনের লুটপাটকে মেলালে হবে না। এখানে (বালিশ-পর্দাকাণ্ড) হাওয়া ভবনের মতো লুটপাটের বিষয় নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বালিশ-পর্দাকাণ্ডকে ‘ছিঁচকে কাজ’ (সামান্য জিনিস চুরি)। এ ধরনের ছিঁচকে কাজগুলো যারা করছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা সংসদ সদস্য বা সংশ্লিষ্ট কোনো মন্ত্রী নন।
রুপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশকাণ্ড ও ফরিদপুর মেডিকেলে পর্দাকাণ্ড নিয়ে শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডিতে সাংবাদিকদের প্রশ্নে সেতুমন্ত্রী এ কথা বলেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সাধারণ সম্পাদকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেনে তিনি।
যারা এমন অভিযোগ করছেন তারা তো দেশটাকেই লুটপাট করে খেয়েছেন। এখন সরকারের বিকল্প কোনো সেন্টার নেই, লুটপাটের কোনো ভবন নেই।