সাইফুর রহমানের কবর জিয়ারতে আরিফ!
প্রকাশিত হয়েছে : ৪:২৫:০৩,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ২৩৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের কৃতিসন্তান, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য, এম সাইফুর রহমানের ১০ম মৃত্যুবাষিকীতে তাঁর মাজার জিয়ারত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে এম সাইফুর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। এর আগে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সিসিকি কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, মঈন উদ্দিন সুহেল, ইসতিয়াক আহমদ সিদ্দিকী প্রমুখ।