ভারতীয় লোকসভা সদস্য নড়াইলে সংবর্ধিত!
প্রকাশিত হয়েছে : ১:২৩:৩১,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ২৬৯ বার পঠিত
নড়াইল থেকে সংবাদদাতা:: নড়াইলে ভারতীয় লোকসভার সদস্য শান্তনু ঘোষকে সংবর্ধনা দেয়া হয়েছে। নড়াইলের মহাজন এলাকায় বিশ্বজিৎ সাহার বাংলো চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি মতুয়াচার্য শান্তনু ঘোষকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়াইলের কালিয়া উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নড়াইলের কালিয়া উপজেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাহা, জেলা পরিষদ সদস্য শেখ হাদিউজ্জামান, প্রকাশ কুমার সাহা, শঙ্ক ঘোষ প্রমুখ। এদিকে একই স্থানে মতুয়া মহাসম্মেলনের উদ্বোধন করেন নড়াইলের জয়পুর ধামের পরীক্ষিত শিকদার।
এ উপলক্ষ্যে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে মতুয়া সম্প্রদায়ের লোকজন সকাল থেকেই বিশ্বজিৎ সাহার বাংলো চত্বরে জড়ো হয়। এছাড়া খাবারের আয়োজন করা হয়। মহাজন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।