এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৪:২৯:০২,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটবাসীর প্রিয় নেতা বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উদযাপনে কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মৌলভীবাজারে এম. সাইফুর রহমানের কবর জিয়ারত। এবং বাদ আছর সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এম সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক। বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উক্ত কর্মসূচিগুলোতে উপস্থিত থেকে সফলের আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ অক্টোবর মৌলভীবাজার থেকে ঢাকা ফেরার পথে ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তিনি অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেছেন।