রংপুরে সাদ এরশাদের কুশপুত্তলিকা দাহ!
প্রকাশিত হয়েছে : ২:২৪:৫৯,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের বড় রাহগীর আল মাহী সাদ এরশাদ রংপুর উপ নির্বাচনে লড়তে দলীয় মনোনয়ন কিনেন মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। কিন্তু মনোনয়ন কিনার আগেই এরশাদের নিজের এলাকা রংপুরে সাদ এরশাদের কুশপুত্তলিকা পুড়িয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রংপুর সদরের পালিচড়াহাটে এ ঘটনা ঘটে। এরশাদের ভাতিজা সাবেক সাংসদ আশিফ শাহারিয়ারের সমর্থকরা এ কুশপুত্তলিকা পোড়ায়। এ ঘটনার পর দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশিফ শাহারিয়ারের অনুসারী ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মতিন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক রায়হানুর রহমান রায়হানের নেতৃত্বে স্থানীয় কিছু নেতাকর্মী সাদ এরশাদের কুশপুত্তলিকা দাহ করে। সাদের সমর্থকরা এ সময় প্রতিবাদ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে আসিফ শাহরিয়ারের এক সমর্থককে ধরে পিটুনিও দেয়া হয়।
এ বিষয়ে রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাসুদার রহমান মিলন বলেন, আসিফ শাহরিয়ারের সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। ইতোমধ্যে দলের মহাসচিবকে বিষয়টি জানানো হয়েছে।
প্রসঙ্গত, এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়েই এ দ্বন্দ্ব। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৫ অক্টোবর ভোটের দিন রেখে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সাবেক সাংসদ আশিফ শাহারিয়ার ওই আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী। দলের সাবেক এই যুগ্ম মহাসচিব এর আগে রংপুরের মেয়র নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে এরশাদ তাকে দল থেকে বহিষ্কার করেছিলেন। আবার এরশাদের বড় ছেলে সাদকে এ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী করা হতে পারে বলে আলোচনা রয়েছে।