হঠাৎ অন্ধকার বিমানবন্দর, আতঙ্কিত যাত্রীরা!
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:১৪,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৮৯৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দিনের বেলা হঠাৎ অন্ধকার হয়ে গেলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিদ্যুৎ চলে গেলে ১০ মিনিট অন্ধকার ছিলো ইমিগ্রেশনসহ পুরো বিমানবন্দর।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় বিমানবন্দরে। মুহূর্তে সব অন্ধকার হয়ে যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে লিফটে আটকা পড়েন।
এভাবে ১০ মিনিট কেটে যায়। দুপুর ১২টা ১০ মিনিটে বিদ্যুৎ সচল হয়। তখন সবার মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানা যায়নি।
এর আগেও ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর বিমানবন্দরে হঠাৎ করেই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। এতে প্রায় আধাঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল বিমানবন্দরটি। এ কারণে ভোগান্তিতে পড়তে হয় বিমানের যাত্রীদের। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও আটকা ছিল বলে অভিযোগ করেন ভোগান্তিতে পড়া যাত্রীরা। যাত্রীরা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপাল থেকে বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশনের সময় আটকে পড়ে যাত্রীরা। প্রায় আধাঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন থাকে বিমানবন্দরটি। যে কারণে যাত্রীদের ইমিগ্রেশনে আটকে থাকতে হয়।
একইবাবে ২০১৫ সালের ১০ জুনও বিমান বন্দরের বডিং ব্রিজ এলাকা ৪০ মিনিট অন্ধকারে ছিলো। ঐসময় রাত ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত বিমান বন্দরের বডিং ব্রিজ এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকার কারণে ফ্লাইট উড়তেও বিলম্ব হয়। এছাড়া অবতনকৃত বিমানের যাত্রীরা বিমান থেকে নেমে পড়েন চরম বিপাকে।