মাত্র ১০০ টাকায় কেন্দ্রীয় ছাত্রদলের মনোনয়ন ফরম!
প্রকাশিত হয়েছে : ৬:০৪:৪৪,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। একশত টাকাতেই যে কেউ এ মনোনয়ন ফরম কিনে নিতে পারবেন।
শনিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র দলের পদ প্রত্যাশিদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
রবিবার (১৮ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত বিক্রি হয়েছে এই মনোনয়ন ফরম।
জানা গেছে উৎসব ও প্রার্থী সংখ্যা বাড়াতে ফরমের মূল্য রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। তবে এ বিষয়ে ক্ষোভ জন্মেছে অনেক সিনিয়র নেতাদের। তারা বলছে, প্রার্থী সংখ্যা বাড়াতে গিয়ে কমিটি নিয়ে বিশাল বিরোধ তৈরী করছে বিএনপি নেতারা। তাদের অভিযোগ, অতীতে যোগ্য অযোগ্য সবাই সভাপতি সাধারন সম্পাদক দৌড়ে লড়াই করেছিলো। তাঁরাই আবার কমিটি ঘোষনার পরবর্তী সময়ে বিক্ষোভের নামে দলের অভ্যন্তরে বিরোধ তৈরি করেছিলো।
এ বিষয়ে গত কেন্দ্রীয় কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সহসভাপতি বলেন, ১০০ টাকায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতা হওয়ার জন্য ইউনিয়ন লেবেল থেকেও ঢাকায় ছুটে আসছে ছাত্রদল নেতারা। আগামী ছাত্রদল কমিটির বিরোধ কতদূর লম্বা হয় তা দেখার অপেক্ষায় আছি।