পশুর হাটে ‘ডোনাল ট্রাম্প’, দাম ১৪ লাখ!
প্রকাশিত হয়েছে : ৪:১৫:৩০,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ১২৭৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কুরবানীর হাটে মানুষের আকর্ষনের জন্য নানা নামে পশুর নাম করণ করা হচ্ছে। তবে এবার গরুর মুখ, চোখ, গয়ের রং এবং চোখের চাহনি মিল থাকায় আমেরিকার ডোনাল ট্রাম্পের নামে নামকরণ করা হয়েছে একটি গরুর। আর ডোনাল ট্রাম্পের দাম হাঁকা হয়েছে ১৪ লাখ টাকা।
পশুর হাটে বাদ পড়ছে না মাফিয়া ডন আর টাইগারও। ক্রেতা আকর্ষণে এমন সব নামেই হাটে আসছে কুরবানির পশুগুলো। ১৫ থকে ২৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে এসব আকর্ষণীয় গরু।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব গরুর শুধু নামের আকর্ষণ আর বাহারি রঙ-চং দেখেই নয়, গরুর সুস্থতা নিশ্চিত করেই পশু কেনার পরামর্শ।
ডোনাল্ড ট্রাম্প গরুটির এই নাম কেন রাখা হয়েছে জানতে চাইলে গরুর মালিক জানান, গরুটির চাহনি আর গায়ের রঙ ট্রাম্পের মতো হওয়ায় এই নাম রাখা হয়েছে। কুরবানির হাটের জন্য প্রস্তুত করা ১২শ’ কেজি ওজনের এই গরুটির দাম হাঁকা হচ্ছে ১৪ লাখ টাকা।
পাবনা থেকে রাজধানী বসিলা হাটে এসেছে টাইগার নামে একটি গরু। কুরবানির এই পশুটিকে এক নজর দেখতে বৃষ্টি উপেক্ষা করেই ভিড় করছেন উৎসুক জনতা। সেলফি তুলতে ভোলেননি অনেকে। ২৫ লাখ টাকা দাম হাঁকানো টাইগারটি বড় করতে সময় লেগেছে পাঁচ বছর। তবে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ গরু বিক্রেতা।
সরকারি তথ্য মতে, এ বছর কুরবানির চাহিদা আছে প্রায় ১ কোটি গরুর। দেশে গরু মজুত আছে ১ কোটি ১৫ লাখ।