আওয়ামীলীগের চার মুখপাত্র মনোনীত
প্রকাশিত হয়েছে : ৯:৫০:০৮,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৩৬৮৭ বার পঠিত
আওয়ামীলীগের লীগের চার জন মুখপাত্র মনোনীত করা হয়েছে। সোমবার সকালে দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মুখপাত্র হিসেবে কোন পদ-পদবী বা ঘোষণা না থাকলেও প্রথমবারের মতো এ পদে কাউকে দায়িত্ব দেয়া হয়।
যে চার জন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন, তাদের বক্তব্য দলের বক্তব্য হিসেবে গৃহিত হবে। এরাই আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সাথে কথা বলবেন।
ওবায়দুল কাদের জানান, এখন থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ চারজন মিডিয়ার সঙ্গে কথা বলবেন। তাদের কথা দলের বক্তব্য হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, এটা টিমওয়ার্ক । আমি একা পারবো না। তাই দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে।
সম্প্রতি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে অনানুষ্ঠানিকভাবে নির্দেশনা দেন দলের মুখপাত্র মনোনীত করার। এরপরই দলের চারজন মুখপাত্র মনোনীত করা হলো।