বিমানে বসতেই দুঃসংবাদ!
প্রকাশিত হয়েছে : ১:৩৮:৫৫,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরতে বৃহস্পতিবার (১ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল তামিম-মুশফিকদের। যথাসময়ে দলের খেলোয়াড়রা বোর্ডে উঠেছিল। কিন্তু সিটে বসতেই শুনেন দুঃসংবাদ! হঠাৎ করেই ক্রিকেট দলকে বহনকারী বিমানে (ইউএল ১৮৯) যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।
সকাল ৮টায় পাইলট ঘোষণা দেন- বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। তারপর বাংলাদেশ দলের ক্রিকেটারদের নামিয়ে নেওয়া হয় বিমান থেকে।
ভাগ্য ভালই বলতে হবে তামিমদের। বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনায় পড়তে পারতেন তারা। বিমানটিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ছাড়াও ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
নতুন একটি ফ্লাইট দেওয়া হয়েছে। সেটা স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি।
স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাইট ছাড়ে। যান্ত্রিক গোলযোগের কারণে সব মিলিয়ে আড়াই ঘণ্টারও বেশি দেরি হয়। পরে ১টা ৪৫ মিনিটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলের ক্রিকেটার সহ অন্য কর্মকর্তারা।
এর আগেও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্ধুকধারীর হামলা থেকে প্রাণে বেঁচে দলটি।