ভিপি শামীম ও সীমান্তিক শামীমের নেতৃত্বে সিলেট জেলা যুবলীগ
প্রকাশিত হয়েছে : ৪:৩৬:০৮,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ১১৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলা যুবলীগের নেতৃত্বে আসলো দুই শামীমের হাতে। একজন ভিপি শামীম আর অপরজন সীমান্তিকের শামীম নামে পরিচিত।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোটাররা তাদের হাতে তুলে দেন সিলেট জেলা যুবলীগের নেতৃত্ব। ভিপি শামীম আহমদ হয়েছেন সভাপতি ও সীমান্তিকের শামীম আহমদ হয়েছেন সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক কাজি আনিসুর রহমান।
সোমবার সকালে সিলেট রেজিস্ট্রি মাঠে জেলা যুবলীগের সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় এ কাউন্সিল।
কাউন্সিলের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, নুরুল ইসলাম নাহিদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, হাফিজ উদ্দিন আহমদ মজুমদার এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এমপি, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এড. বেলাল হোসাইন, ড. আহমেদ আল কবির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান এড. লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ।
যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালের ৩০ জুলাই। ঐ সম্মেলনে জগদীশ দাস সভাপতি ও আজাদুর রহমান আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০০৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলে শপথ গ্রহণের আগে দলীয় পদ ছাড়তে হয় জগদীশ দাস ও আজাদুর রহমান আজাদকে। এরপর কেটে গেছে দেড় দশকের বেশি সময়। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এখন সক্রিয় আওয়ামী লীগে। দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত দিয়েই চলছে জেলা যুবলীগ।