সিলেট জেলা যুবলীগের কাউন্সিল অধিবেশন শুরু
প্রকাশিত হয়েছে : ২:৪৬:৩৩,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৫১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক: সিলেট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে শুরু হয়েছে কাউন্সিল অধিবেশন। এ অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে সিলেট জেলার কান্ডারী নির্বাচিত করবেন কাউন্সিলররা।
সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টা থেকে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হয় এ কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে নির্বাচক হিসেবে রয়েছেন দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ আওয়ামীলীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
এর পূর্বে সকাল ১১ টা থেকে সিলেট রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ চৌধুরী এমপি।
এবারের সম্মেলনে সভাপতি পদে লড়াই করছেন ৪ জন। তারা হলেন- জেলা যুবলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মো. আলমগীর।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদেও প্রার্থী ৪জন। তারা হচ্ছেন- জেলা যুবলীগের বর্তমান প্রচার সম্পাদক জাহিদ সারোয়ার সবুজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ।
তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন সিলেট জেলা যুবলীগের কান্ডারী তা নিয়ে অধির আগ্রহে আছেন নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ১৯৯২ সালের পর সিলেট জেলা যুবলীগের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যবহার করা হয়নি। ২০০৩ সালে যুবলীগের সম্মেলন হলেও ভোট হয়নি। সমঝোতার মাধ্যমেই ওই সম্মেলনে জগদীশ চন্দ্র দাসকে সভাপতি ও আজাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এরপর আরে কোনো সম্মেলন হয়নি জেলা যুবলীগের।